শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

মুরাদনগরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

মুরাদনগরে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক 

কুমিল্লার মুরাদনগরে ১৯কেজি গাঁজা উদ্ধার ও দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গত শুক্রবার বিভিন্ন সময় উপজেলার বাঙ্গরা সদর ও আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামে পৃথক দুটি অভিযানে এই মাদক উদ্ধারসহ আসামিদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহূত একটি সিএনজি জব্দ করে পুলিশ।

আটকরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের তাইজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, একই গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী রুপালী আক্তার ওরফে কমলা ও মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ গ্রামের ফুল মিয়ার ছেলে সাইদুল হোসেন।

জানা যায়, বাঙ্গরা বাজার থানা এলাকা দিয়ে মাদকদ্রব্যের চালান পাচার হচ্চে এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই পলাশ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের পাশে সড়কে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিএনজিচালিত অটোরিক্সায় সন্দেহভাজন দুই নারীর নিকট থেকে ৫কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়। 

অপরদিকে গত শুক্রবার রাতে বাঙ্গরা বাজার থানার এসআই উগ্যজাই মার্মার নেতৃত্বে পুলিশ আন্দিকুট ইউনিয়নের সোনারামপুর এলাকায় সড়কে একটি সিএনজি চালিত অটোরিক্সার সিটের নিচে ও পেছন থেকে ১৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এসময় পুলিশ সাইদুল নামের একজন আসামিকে আটক করলেও আরেকজন আসামি পালিয়ে যায়। মাদক পরিবহনের কাজে ব্যবহূত সিএনজিচালিত অটোরিক্সাটি জব্দ করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে শনিবার (২৫ নভেম্বর) আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ